এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 17 সেপ্টেম্বর 2020 09:44

মুখোশের আড়ালে মুখোশ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মুখোশের আড়ালে মুখোশ 
------------------------ 
মানুষের ভিড়ে মানুষ খোঁজা
বড়'ই কঠিন কাজ।
শাহজাহানের সাধন লুকায়
যেথায় মমোতাজ।

মুখোশের ভিতর মুখোশ আছে
কঠিন এখন দ্বিগুণ। 
দেখতে সরল ভিতর গরল
সংসারে তাই আগুন।

ভদ্রলোকের স্বভাব দেখি
অভদ্রতার শেষ। 
সুস্বভাবের বড়'ই অভাব
মুখোশ ভরা দেশ।

মুখোশ পরা চোখে মুখে 
মুখোশ পরা কথায়।
মনুষ্যত্বও মুখোশ পড়া
খুঁজবো তারে কোথায়?

দেখতে সবাই মানুষের মতো
আসল মানুষ কই?
নকলের ভীড়ে আমিও নকল
মিশেলের হৈচৈ। 

আপন মনে ভেবে দেখি
শূন্যে খুঁজি হীরে।
মরীচিকায় আশা বাঁধি
তারকারাজি ঘিরে। 

প্রকৃতিটা মুখোশ বিহীন 
চাঁদ তারকা রবি।
মানু ছাড়া বিশ্বাসযোগ্য 
ভীন্ন যাহা সব'ই।

৫/৮/২০২০            
            
913 বার পড়া হয়েছে
শেয়ার করুন
এস. আই. জীবন

এস. আই. জীবন, পিতা মোঃ মোশারফ হাওলাদার, গর্ভধারিণী মোসাম্মাৎ মজিরন বেগম। বরিশালের কীর্তনখোলার শাখা নদী বাইলাখালীর তীরবর্তী চরকরঞ্জী গ্রামে অতি সাধারণ এক পরিবারে ১৯৮৭ সালে নভেম্বর মাসের দুই তারিখে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই কবির লেখালেখি শুরু, লিখেছেন ছোট গল্প, কবিতা ও উপন্যাস। কবি এস. আই. জীবন একাধারে কবি ও উপন্যাসিক। কবি হিসেবে সাহিত্যে তার পরিচিতি থাকলেও কবির প্রথম পথচলা শুরু হয় উপন্যাসের মধ্য দিয়ে। তার বয়েস যখন ষোল, তখনই প্রকাশিত হয় তার লেখা প্রথম উপন্যাস " ভালোবাসা শুধুই ভুল" ২০০৩ সালে, এর পর তার লেখা আরো কিহছু বই প্রকাশ হয়। তার মাঝে বিশেষ উল্লেখযোগ্য "পথচলা পথের সন্ধানে" "হৃদয়ের রক্তক্ষরণ (উপন্যাস)" চন্দ্রপরী(উপন্যাস) " উড়নচণ্ডী স্বপ্নগুলো" "কাজলা দিদি" (উপন্যাস) বর্তমানে তিনি প্রবাসী। মালয়েশিয়ায় কর্মরত আছেন। কীর্তনখোলা কাব্যগন্থে ছন্দের বিভিন্ন আঙ্গিকের কবিতা স্থান পেয়েছে, ছন্দ প্রিয় পাঠক মহলসহ দেশ ও সমাজের উপকারে আসবে তার এই কাব্যগ্রন্থ আমাদের একান্ত বিশ্বাস। আলোর পথে (উপন্যাস) প্রকাশের অপেক্ষায়। কবি ও উপন্যাসিক এস. আই. জীবনের সার্বিক সাফল্য কামনা করি।

এস. আই. জীবন এর সর্বশেষ লেখা

4 মন্তব্য