এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 17 সেপ্টেম্বর 2020 11:23

কড়া নাড়ে বৈশাখ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কড়া নাড়ে বৈশাখ

করোনার মহা ফাঁপরে পরে
নিরবে নিঃশব্দে হারিয়ে গেলো
বসন্ত পরাগ-
অভিমানের মাস্ক পড়া 
আর সফেদ পিপিই ঢাকা চৈতালী দিন
সংক্রান্তির ঢুলুঢুলু রাত
কখন কিভাবে চলে গেলো অসীম অন্তরালে 
মনে রাখিনি-
নেই কোনো হাঁকডাক 
তবুও দুয়ারে কড়া নাড়ে বৈশাখ। 

চৌচির চিত্ত
বিষাদ ক্লিষ্ট 
তবুও বলে উঠে-
প্রাণে প্রাণে মিশে যাক সব প্রাণ 
সব পাখি গেয়ে যাক জীবনের গান 
যাক মুছে সব ব্যথা
সব অপমান-
অবরুদ্ধ পৃথিবীর অর্গল ভেঙে 
হৃদয়ের দুয়ার খুলে 
নতুনেরে করি আহ্বান!
  ============            
            
499 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 17 সেপ্টেম্বর 2020 23:21
শেয়ার করুন
হাসান সেলিম

হাসান সেলিম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালে ১ জুলাই জন্ম গ্রহন করেন। পিতা মরহুম বাবর আলী মোল্লা, মাতা মরহুমা আনোয়ারা বেগম।চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সকলের বড়। শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, শ্রীপুর হাইস্কুল থেকে ১৯৭৯ সনে এস.এস.সি. পাস এবং ১৯৮১সনে শ্রীপুর কলেজ হতে এইচ.এস.সি. পাশ করেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৫ সালে ইতিহাস বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রী লাভ করেন।অতপর ১৯৮৬ সালে একই বিশ্ববিদ্যালয় হতে এম এ ডিগ্রী লাভ করেন। তিনি বর্তমানে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে ইতিহাস বিষয়ে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্হ "জেগে থাকে নীল পাথর"।এছাড়াও "শ্রীপুরের ইতিহাস ও কৃষ্টি "গ্রন্হটি যৌথ ভাবে রচনা করেন।

হাসান সেলিম এর সর্বশেষ লেখা

2 মন্তব্য