এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 19 সেপ্টেম্বর 2020 00:01

সাড়ে তিন হাত নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                সাড়ে তিন হাত

সাড়ে তিন হাত মাটির ঘরে
যে দিন হবে ঠাঁই
দেখবি চেয়ে অবাক হয়ে
সাথে যে কেউ নাই।

শুনবে না তোর কোন কথা
ডাকবে না তো কেহ
দিনে দিনে পোকায় খাবে
তোমার মাটির দেহ।

দিনে দিনে ঘরের চালা
হয়ে যাবে ফুটো
দেখবে না তো কেহ তাহা
দিয়ে নয়ন দু'টো।

বৃষ্টি বন্যায় অথৈই জলে
ডুবলে তোমার ঘর
কাঁদবে না কেউ মনের দুখে
হয়ে গেছ পর।

তোমার ঘরে তুমিই একা
পোকা মাকড় সাথী
ঈমান আমল ভাল হলে
জ্বলবে ঘরে বাতি।

বদ আমলে ঘরখানা যে
থাকবে অন্ধকার
দুই নয়নে অঝোর কেঁদেও
পার পাবে না আর।

নেক আমল করো তুমি 
থাকতে সাধের ভবে
রহম করলে দয়াময়ে
শান্তি পাবে তবে।
===========            
            
466 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 19 সেপ্টেম্বর 2020 13:34
শেয়ার করুন
মোঃ মশিয়ার রহমান (মশি)

১৬ জুলাই ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সরকার রহিম উদ্দিন আহমেদ একজন প্রাইমারী স্কুল শিক্ষক ছিলেন এবং মাতা মিসেস মজিরন বেগম একজন গৃহিনী। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী দয়াময়ী একাডমী থেকে এস এস সি এবং নাগেশ্বরী মহাবিদ্যালয় থেকে এইস এস সি কৃতিত্বের সাথে পাশ করেন। ৩১ ডিসেম্বর ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। চাকুরীরত অবস্হায় তিনি ১৯৯১ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএ পাশ করেন। দীর্ঘ ৩২ বছর অতি নিষ্ঠা সততা এবং সুনামের সাথে চাকুরী সম্পন্ন করে ৩০ ডিসেম্বর ২০১৮ অবসর গ্রহণ করেন। ছোট বেলা থেকেই কবিতা এবং সাহিত্যের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। অবসর গ্রহণের পর তিনি লেখা লেখির প্রতি আত্ন নিয়োগ করেন। তাঁর বেশ কিছু কবিতা পাঠক মহলে বেশ আলোরণ সৃষ্টি করেছে। তাঁর সুস্হ্য সুন্দর জীবন এবং সফলতা ও উন্নতি কামনা করছি।

মোঃ মশিয়ার রহমান (মশি) এর সর্বশেষ লেখা

2 মন্তব্য