এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 24 সেপ্টেম্বর 2020 21:16

প্রিয়তমা তুমি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                প্রিয়তমা তুমি

তুমি রুপসী...
  কেড়েছিলে আমার এ হৃদয়
     তুমি ছলনাময়ী...
       তাই নিজেকে অভিশপ্ত মনে হয়।
তুমি টর্ণেডো...
  ধ্বংশ করে দিয়েছো এ জীবন,
    তুমি ঘুর্নিঝড়...
       লণ্ডভণ্ড করে দিয়েছো এ মন।
 তুমি চৈত্রের খড়া...
  ভেঙ্গে চৌচির হৃদয়ের সে ভূমি 
    তুমি কাল বৈশাখির ঝড়...
      আঘাতে আহত হয়েছি আমি।
তুমি দাবানল...
  পুড়ে স্বপ্নটাকে করেছ ছারখার 
    তুমি কালসাপ কালনাগিণী...
      যেই বিষে বিষাক্ত দেহ আমার।
তুমি রক্তখেকো...
 আমার দেহটা করেছ রক্তশূন্য,
   তুমি জলন্ত আগ্নেয়াগিরি...
     ধ্বংস হলাম সেই লাভার জন্য।
তুমি জলোচ্ছাস...
 ভাসিয়েছ তুমি দুচোখের জলে,
   তুমি ধ্বংসময়ী সাইক্লোন...
     কষ্টই পেলাম ভালবাসি বলে।

[]__π[]π__π[]π__π[]π__[]
[রচনাকালঃ ২৩/১১/২০১৮ ইং]
৪ নং কানিহারী, আহাম্মদাবাদ, ত্রিশাল, ময়মনসিংহ।            
            
1076 বার পড়া হয়েছে
শেয়ার করুন
শেখ মুহাম্মদ সোহেল রানা

শেখ মুহাম্মদ সোহেল রানা, ১৯৯৮ সালের ১৫ই জুন বৃহত্তর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী গ্রামেতে জন্মগ্রহন করেন। পিতার নাম মোঃ সাইদুর রহমান ও মাতার নাম মোছাঃ জহুরা খাতুন। তিনি প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন আহাম্মদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারপর ২০১৫ সালে আহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পাশ করেন, ২০১৭ সালে এইচ,এস,সি পাশ করেন ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে। বর্তমানে সে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চা করে থাকেন। তাহার লিখা কবিতাগুলো বাংলা সাহিত্যে বেশ প্রশংসিত হয়। সময়ের কলম, কবিতা গল্প ডট কম, বাংলা ভোর টুয়েন্টি ফোর ডট কম, মাসিক নবরঙ ও আর্ন্তজাতিক স্বাধীন বাংলা ম্যাগাজিনসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে তার লিখা কবিতা প্রকাশিত হয়েছে। তার প্রকাশ হওয়া যৌথ কাব্যগ্রন্থ সমুহঃ “হৃদয় বীণার সুর”, “প্রেম কাব্যালয়”, “কাব্যফুল”, “দীপ জ্বেলে যাই”, “ছায়াতরু”, “আলোকিত প্রভাত”, “১০১ কবির কবিতা” ইত্যাদি বেশ উল্লেখযৌগ্য।

শেখ মুহাম্মদ সোহেল রানা এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য