এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 09 মার্চ 2015 16:10

পাবো তোমার দেখা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                খুব ভোরে আজ ঘুম ভেঙেছে তোমায় স্বপ্নে দেখে 
মিথ্যে আমার ভাবনাগুলো সুখ দিয়েছে মেখে
কেমন যেন লাগছে তখন হারানো সুখ পেয়ে
মনের কোনে সুরের কন্যা যাচ্ছিল গান গেয়ে
তার সে গানে মুগ্ধ হয়ে হারিয়ে সকল ভাষা
জেগেছিল আমার মনের সকল ভালবাসা।
সুবহে সাদিক, তবুও আমি বকুল তলায় গিয়ে
মালা গাঁথার জন্য আমি এসেছি বকুল নিয়ে
সুঁই-সুতো ফের এনেছি প্রিয়,বকুল ফুলের মালা
আপন হাতে গাঁথবো আজি জ্বালতে প্রদীপালা
সেই মালাটি তোমার গলে পরাবো নিজ হাতে
আমরা দুজন অন্ততকাল থাকবো যে একসাথে।
ফুল এনেছি, সুঁই-সুতা ফের, গাঁথতে যাব যেই
দেখি আমার স্নিগ্ধ-কমল হাত আর স্নিগ্ধ নেই
সুঁইয়ের খোঁচায় হাতের তালু রক্তে হয়েছে লাল
রক্ত-ফুলেই গেঁথেছি মালা চরম নির্ভেজাল
এই মালাটি পরবে গলায়? কাছে আসো তবে
আমি জানি তোমার আমার আবারো প্রেম হবে।
সারাটাদিন কেটে গেছে আসোনিকো তুমি!
তোমায় ভেবে কেন যেন মালাটিকেই চুমি
বিকেল গেছে সন্ধ্যা গেছে এখন রাতের বেলা
পূর্নিমা তাই চাঁদ-তারারা বসিয়েছে মেলা
জানালা খুলে আকাশ পানে চেয়ে আছি একা
ভাবছি আমি ঐ আকাশেই পাবো তোমার দেখা।
787 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 09 মার্চ 2015 23:21
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

5 মন্তব্য