এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 01 অক্টোবর 2020 01:14

কথার কথা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                `
কথার কথা

দুঃখই যদি দাও আমায় 
  তবে কেন প্রেম দিলে-
দূরেই যদি দাও সরিয়ে 
  কাছে কেন টেনে নিলে? 

ছিঁড়েই যদি ফেলো তবে 
  মালা কেন গেঁথে ছিলে-
আঁচলে মুখ ঢাকবে যদি 
  খোঁপা কেন মেলে দিলে? 

অন্ধকারেই সন্ধি যদি  
  প্রদীপ কেন জ্বাললে- 
মরণ বিষে মারবে যদি  
  প্রেম সুধা কেন ঢাল লে?
  ============            
            
427 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 01 অক্টোবর 2020 15:53
শেয়ার করুন
হাসান সেলিম

হাসান সেলিম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালে ১ জুলাই জন্ম গ্রহন করেন। পিতা মরহুম বাবর আলী মোল্লা, মাতা মরহুমা আনোয়ারা বেগম।চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সকলের বড়। শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, শ্রীপুর হাইস্কুল থেকে ১৯৭৯ সনে এস.এস.সি. পাস এবং ১৯৮১সনে শ্রীপুর কলেজ হতে এইচ.এস.সি. পাশ করেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৫ সালে ইতিহাস বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রী লাভ করেন।অতপর ১৯৮৬ সালে একই বিশ্ববিদ্যালয় হতে এম এ ডিগ্রী লাভ করেন। তিনি বর্তমানে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে ইতিহাস বিষয়ে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্হ "জেগে থাকে নীল পাথর"।এছাড়াও "শ্রীপুরের ইতিহাস ও কৃষ্টি "গ্রন্হটি যৌথ ভাবে রচনা করেন।

হাসান সেলিম এর সর্বশেষ লেখা

1 মন্তব্য