এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 01 অক্টোবর 2020 12:30

ভালো থাকিস মা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                ভালো থাকিস মা 

হৃদয়ে লালন করছি তোকে
পোড়া কপালে জন্ম তোর,
ঘুমিয়ে আছিস বাবার বুকে
কখনও তোর হয় না ভোর।

মিষ্টি মুখের আলতো ডাক
শুনতে আমার মন চাই,
বন্ধ ঘরের চার দেয়ালে
তোর ছায়া খুঁজে বেড়াই।

ছোট্ট হাতের কোমল ছোঁয়া 
হাতছানি দিয়ে ডাকে আমায়,
বুকে পাথর রেখেছি বেঁধে 
নিয়তির বড় নিষ্ঠুর বাঁধায়।

তোর ছোট্ট মনের চাওয়াগুলো 
ফুটিলো না ফুল হয়ে,
কুঁড়িতেই সব ঝরে গেল
 দুঃখ কষ্ট সয়ে সয়ে।

কল্প চোখে দেখি তোকে
কল্পনাতেই সব কথা বলি,
নিত্য আমি তোর সাথে 
স্বপ্নের পথে হেঁটে চলি।

তোর হাসি,তোর কান্না 
দূরে বসে স্বপ্নে আঁকি 
আদর স্নেহের উষ্ণ পরশ
সবকিছু তোর রইলো বাকি।

দুই বছর শেষ আজ
কাল তিনের প্রথম ভোর
দোয়া করি প্রভুর তরে
সুখের জীবন হোক তোর।            
            
418 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মাহমুদুল হাসান সোহাগ

মাহমুদুল হাসান সোহাগ ।তিনি ৪ই মে ১৯৮৮ সালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরপুখরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।বাবা মায়ের অতি আদরের সন্তান মাহমুদুল হাসান সোহাগের গ্রামের পাঠশালাতেই শিক্ষা জীবনের হাতেখড়ি হয়।এরপর তিনি আলোকদিয়া পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং আলোকদিয়া অমরেশ বসু মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। ছোট বেলা থেকেই তিনি লেখালেখি পছন্দ করতেন।যার সুবাদে তিনি এখনও কর্মজীবনের অবসরে লেখালেখি চালিয়ে যাচ্ছন।তাঁহার লেখা অনেক কবিতা ও ছড়া বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

মাহমুদুল হাসান সোহাগ এর সর্বশেষ লেখা

4 মন্তব্য