এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 13 অক্টোবর 2020 15:06

বন্দনা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বন্দনা

আমার সকল পরাভব 
মহিমার স্পর্শে 
উচ্ছলা হয় 
তোমার প্রেমময় সকাশে-
আমার সকল গৌরব 
পাল্টে যায় অলিক 
স্বপ্ন বিলাসে,
সকল আনন্দ 
বিষাদ মালিন্যে 
আর্তনাদ করে 
তুমি না থাকলে পাশে!            
            
423 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 14 অক্টোবর 2020 21:15
শেয়ার করুন
হাসান সেলিম

হাসান সেলিম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালে ১ জুলাই জন্ম গ্রহন করেন। পিতা মরহুম বাবর আলী মোল্লা, মাতা মরহুমা আনোয়ারা বেগম।চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সকলের বড়। শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, শ্রীপুর হাইস্কুল থেকে ১৯৭৯ সনে এস.এস.সি. পাস এবং ১৯৮১সনে শ্রীপুর কলেজ হতে এইচ.এস.সি. পাশ করেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৫ সালে ইতিহাস বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রী লাভ করেন।অতপর ১৯৮৬ সালে একই বিশ্ববিদ্যালয় হতে এম এ ডিগ্রী লাভ করেন। তিনি বর্তমানে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে ইতিহাস বিষয়ে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্হ "জেগে থাকে নীল পাথর"।এছাড়াও "শ্রীপুরের ইতিহাস ও কৃষ্টি "গ্রন্হটি যৌথ ভাবে রচনা করেন।

হাসান সেলিম এর সর্বশেষ লেখা

1 মন্তব্য