এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 13 অক্টোবর 2020 22:52

অভিমান নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                অভিমান

এক প্রহর নয় অষ্টপ্রহর
অপলক দৃষ্টি রাখবো,
তবুও তোমার পথ পানে
চেয়ে চেয়ে থাকবো।

ভাঙে যদি অভিমান তবে-
নাম ধরে ডাকবো, 
রূপালী জ্যোৎস্নায় গা ভাসিয়ে 
তোমায় ভালোবাসবো।

যত বেশি অভিমান করবে
ততই মায়া বাড়বে, 
সবশেষে মিষ্টি হাসি দিয়ে 
এই হৃদয় কাড়বে।

মায়ার টানে যখনই দু'ফোটা
জল গড়িয়ে পড়বে,
আরো বেশি আপন করে 
আঁকড়ে মোরে ধরবে।

অভিমান বড়ই মধুর লাগে
ভালোবাসার এই খেলাতে,
অটুট থাকুক হৃদয়ের বন্ধন
জীবনের শেষ বেলাতে।            
            
429 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 14 অক্টোবর 2020 21:17
শেয়ার করুন
মাহমুদুল হাসান সোহাগ

মাহমুদুল হাসান সোহাগ ।তিনি ৪ই মে ১৯৮৮ সালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরপুখরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।বাবা মায়ের অতি আদরের সন্তান মাহমুদুল হাসান সোহাগের গ্রামের পাঠশালাতেই শিক্ষা জীবনের হাতেখড়ি হয়।এরপর তিনি আলোকদিয়া পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং আলোকদিয়া অমরেশ বসু মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। ছোট বেলা থেকেই তিনি লেখালেখি পছন্দ করতেন।যার সুবাদে তিনি এখনও কর্মজীবনের অবসরে লেখালেখি চালিয়ে যাচ্ছন।তাঁহার লেখা অনেক কবিতা ও ছড়া বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

মাহমুদুল হাসান সোহাগ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য