এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 21 অক্টোবর 2020 11:53

হেমন্ত নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                হেমন্ত 

হেমন্ত মানে... 
এক টুকরো নীল আকাশ
হিম হিম শীতল বাতাস।
কুয়াশার আলতো ছোঁয়া লাগা
শীতল পরশের শিহরণ জাগা।

হেমন্ত মানে...
শীতের আগমনী গান
সৃষ্টিকুলের নীরাস প্রাণ।
কমে যায় সূর্যের প্রখরতা
শুরু হয় দিনের স্বল্পতা।

হেমন্ত মানে... 
শীতের কোমল পরশ গাঁথা 
ঝরে পড়ে জীর্ণ পাতা।
পড়ে থাকে রিক্ত মাঠ
কুহেলিকায় ঢাকা নদীর ঘাট।

হেমন্ত মানে...
সরিষার বনে হলুদের ছড়াছড়ি 
মধু নিয়ে মৌমাছির কাড়াকাড়ি।
কলমির ডগায় ফুলের মেলা
কলাই ফুলে রঙের খেলা। 

হেমন্ত মানে...
আউশের ক্ষেতে সোনালি ঝিলিক 
কৃষক দিলে খুশির রিনিক।
বেজে ওঠে নবান্নের ঢোল 
ঘরে ঘরে পিঠার রোল।  

হেমন্ত মানে...
ছাতিম ফুলের দেশে 
আনন্দে ভেসে ভেসে।
ঋতু রাণীর প্রেমে পড়া
নতুন রূপে সেজেছে ধরা।            
            
431 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 30 অক্টোবর 2020 17:51
শেয়ার করুন
মাহমুদুল হাসান সোহাগ

মাহমুদুল হাসান সোহাগ ।তিনি ৪ই মে ১৯৮৮ সালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরপুখরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।বাবা মায়ের অতি আদরের সন্তান মাহমুদুল হাসান সোহাগের গ্রামের পাঠশালাতেই শিক্ষা জীবনের হাতেখড়ি হয়।এরপর তিনি আলোকদিয়া পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং আলোকদিয়া অমরেশ বসু মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। ছোট বেলা থেকেই তিনি লেখালেখি পছন্দ করতেন।যার সুবাদে তিনি এখনও কর্মজীবনের অবসরে লেখালেখি চালিয়ে যাচ্ছন।তাঁহার লেখা অনেক কবিতা ও ছড়া বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

মাহমুদুল হাসান সোহাগ এর সর্বশেষ লেখা

3 মন্তব্য