এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 29 অক্টোবর 2020 22:21

স্বপ্নবাজ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                স্বপ্নবাজ

আর কোন দুঃখ নদীতে ডুবতে চাই না আমি
চাইনা আর অন্ধকার গলি পথ 
এক ফালি চাঁদ উঁকি দেয় জোসনা বিহীন 
যে আকাশে 
সে আকাশ  আমার নয়, 
তুমি কী নেবে?  
বাইরে এসে দাঁড়াও কিছু কাল 
হাত দু'টি মেলে খোলা হাওয়ায় 
মুক্ত প্রাণ দখিনা জানালায় 
সময় হলো এবার বিদায় জানাবার 
হৃদয়ের সব ব্যাথা,তৃষ্ণা হাহাকার। 

চাই না আর অলিক কল্প লোকে 
ঘর বাঁধবার 
ছবির মতো স্বপ্ন মাখা ভরা গাঙে 
কাগজের নৌকা ভাসাবার।।

তুমি -আমি -আমরা চলো আজ 
নতুনের করি আয়োজন। 

শীর্ণকায় বুভুক্ষু নর নারী 
যুগ যুগান্তর ধরে বিস্তীর্ণ প্রান্তরে 
দেখো আজ সমবেত 
সভ্যতার নিপুণ কারিগর 
হাসবে-হাসাবে তোমায় আমায়।

চলো আজ মিশে যাই 
প্রাণের মিছিলে 
ভেসে যাই শুধু ভালোবাসার জোয়ারে 
কল্পনার সব রং মুছে দিয়ে 
আলোছায়ার কানামাছি খেলা ভুলে 
আবার মাতিবো নতুন লিলায় 
সঞ্চারিবো প্রেম সুধা 
বাঁধিবো নতুন সুর।।            
            
481 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 30 অক্টোবর 2020 18:04
শেয়ার করুন
হাসান সেলিম

হাসান সেলিম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালে ১ জুলাই জন্ম গ্রহন করেন। পিতা মরহুম বাবর আলী মোল্লা, মাতা মরহুমা আনোয়ারা বেগম।চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সকলের বড়। শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, শ্রীপুর হাইস্কুল থেকে ১৯৭৯ সনে এস.এস.সি. পাস এবং ১৯৮১সনে শ্রীপুর কলেজ হতে এইচ.এস.সি. পাশ করেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৫ সালে ইতিহাস বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রী লাভ করেন।অতপর ১৯৮৬ সালে একই বিশ্ববিদ্যালয় হতে এম এ ডিগ্রী লাভ করেন। তিনি বর্তমানে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে ইতিহাস বিষয়ে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্হ "জেগে থাকে নীল পাথর"।এছাড়াও "শ্রীপুরের ইতিহাস ও কৃষ্টি "গ্রন্হটি যৌথ ভাবে রচনা করেন।

হাসান সেলিম এর সর্বশেষ লেখা

3 মন্তব্য