এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 31 অক্টোবর 2020 16:34

ধূমপান মুক্ত সমাজ গড়ি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ধূমপান মুক্ত সমাজ গড়ি 

সাদা কাগজের খামের ভিতর
মরণ ব্যাধির চিঠি লিখে, 
শ্রমজীবি সব কর্মী দিয়ে 
দিচ্ছে ছড়িয়ে দিকে দিকে।

জেনে বুঝে আমরা সবাই 
পান করছি সুখের নেশায়,
সুখ শান্তি আজ কিছু নয়
মেসে নিয়েছি নিত্য পেশায়।

কেউবা বলে চিন্তা যখন 
ভর করে মগজ মাঝে,
নীরবে বসে একা একা 
বিড়ি টানলে দেয় কাজে।

সবই হচ্ছে মিথ্যা কথা
চিন্তা কোনও রোগ নয়,
রোগ বলে টানলে বিড়ি
হবে তবে মিথ্যার জয়।

ধূমপান হলো বিষ পান
হতে পারে ক্যান্সার,
এই রোগের পথ্য কি?
নাই কোন তার অ্যান্সার। 

যুব সমাজ হচ্ছে ধ্বংস 
ধূমপানের কবলে পড়ে,
অশান্তি তাই করছে বিরাজ
বাংলা মায়ের ঘরে ঘরে।

ধূমপানে যারা করছি ভাই
অকারণে অর্থের ক্ষয়,
সেই টাকা অসহায়কে দিলে
হবে তবে মানবতার জয়।

ধূমপান সকলে করবো ত্যাগ 
আজ আমরা শপথ করি,
এসো ভাই সবাই মিলে  
ধূমপান মুক্ত সমাজ গড়ি।            
            
390 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 06 নভেম্বর 2020 16:12
শেয়ার করুন
মাহমুদুল হাসান সোহাগ

মাহমুদুল হাসান সোহাগ ।তিনি ৪ই মে ১৯৮৮ সালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরপুখরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।বাবা মায়ের অতি আদরের সন্তান মাহমুদুল হাসান সোহাগের গ্রামের পাঠশালাতেই শিক্ষা জীবনের হাতেখড়ি হয়।এরপর তিনি আলোকদিয়া পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং আলোকদিয়া অমরেশ বসু মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। ছোট বেলা থেকেই তিনি লেখালেখি পছন্দ করতেন।যার সুবাদে তিনি এখনও কর্মজীবনের অবসরে লেখালেখি চালিয়ে যাচ্ছন।তাঁহার লেখা অনেক কবিতা ও ছড়া বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে।

মাহমুদুল হাসান সোহাগ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য