এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 14 নভেম্বর 2020 14:35

মেঘ

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                .
মেঘ তো আর মেঘ নয়
জমাট ব্যথার পরিচয়,
বৃষ্টি নামে চোখের কোণে
অনেকে ভাবে অভিনয়।

রূপ ধরে মেঘ নানান সাজে
     মঞ্চ হয় আকাশ,
অভিমান গুলো ঝড় হয়ে রয়
     ওজন বাড়ায় বাতাস।            
            
446 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 নভেম্বর 2020 14:59
শেয়ার করুন
রমাকান্ত পাঁজা

রমাকান্ত পাঁজা, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নবস্থা গ্রামের বাসিন্দা। পিতা জগন্নাথ পাঁজা ও মাতা বাসন্তী পাঁজা। ১৯৭৪ সালে ১৭ ই নভেম্বর নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম। গ্রামের স্কুলে পাঠ শেষে কারিগরি ঞ্জানের জন্য শহরে গমন। বর্তমানে গৃহশিক্ষকতার কাজে নিযুক্ত।

রমাকান্ত পাঁজা এর সর্বশেষ লেখা

1 মন্তব্য