এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 23 নভেম্বর 2020 13:23

যাকে মনে পড়ে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                যাকে মনে পড়ে

যে মেয়েটির হাতখানি আজ 
খুব বেশি মনে পড়ে 
সকল অসুখ-বিসুখে
আলতো ভাবে কপালে ছুঁয়ে
জিজ্ঞাসিত অতি মায়ার সুরে
কেমন লাগছে বাছা 
ধৈর্য ধরো সবুর করো
সেরে যাবে সব চিন্তা করো না মোটে।

পেয়ো নাকো ভয় সামান্য জ্বর
একদিন বা দু’দিন পরে
চলে যাব সব
মৌসুমী জ্বর 
বলছি আমি 
থাকে না বেশিদিন
ভয় কি তোমার
ভাবনা করো না বসে।

মায়ের মত কেউ বলে না
সবাই স্বার্থ খোঁজে
কেউ বলে না সেরে যাবে সব
চিন্তা করো না আর
কোথা গেলি তুই 
আমাকে ফেলে 
স্বার্থবাদী একজন
এত নিঠুর তুই মেয়ে।

যেখানে গেছিস
বেশ আরামেই আছিস
নেই কোন চিন্তা তোর
তোর ছেলে আজ 
কেঁদে কেঁদে মরে
দেখার কেউ নেই
খোঁজ রাখিস না
তুই কী দেখিস না দু’চোখে।
==================            
            
476 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 23 নভেম্বর 2020 22:10
শেয়ার করুন
মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

মীর আব্দুল আউয়াল এর সর্বশেষ লেখা

1 মন্তব্য