এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 24 নভেম্বর 2020 19:15

বাড়ির ছাদে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বাড়ির ছাদে

বাড়ির দোতালার ছাদে
এলোমেলো বাতাসে
পড়ন্ত বিকেলে
খোলা মনে কার না ভালো লাগে
মায়ের বারণ কিছুতেই যাওয়া যাবে না 
সে উম্মুক্ত ছাদে।

সোমত্ত মেয়ে বাড়ন্ত বয়সে
কখন কী জানি কী হয়
সর্বদা চিন্তা মায়ের মনে
উঠতে বসতে শুধু বকুনি
কতক্ষণ ভালো লাগে
দুষ্টু লোকের অভাব নেই আশেপাশে।

মেয়েটি ঠায় দাঁড়িয়ে থাকে 
সকাল বিকাল নিজ কক্ষে
নিমিখ নয়নে খোলা জানালায়
চিন্তা করে তাকেই গভীর রাতে
এক শুনশান নিভৃত হৃদয়ে
সবসময় নিবসতিতে।

উদ্দিষ্ট জেনে মায়ের বারণ
তাই যেতে দেয় না বাইরে
একদিন অসুখে কাতরায় মেয়েটি
প্রচন্ড জ্বরে কাঁপে তার সারা শরীর
প্রলাপ বকে সে অবিরাম
যেতে চায় বাড়ির খোলা ছাদে।            
            
463 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 18 ডিসেম্বর 2020 14:03
শেয়ার করুন
মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

মীর আব্দুল আউয়াল এর সর্বশেষ লেখা

3 মন্তব্য