এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 07 ডিসেম্বর 2020 21:31

রাক্ষসী পদ্মা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                রাক্ষসী পদ্মা

পদ্মার উত্তাল ঢেউ
আছড়ে পড়ে কুলসুমের
বাড়ির আঙিনায় 
সাধের লাউয়ের মাচান ঝুপশব্দে
চলে যায় নদী গর্ভে।

দূর থেকে দৌড়ে আসে মেয়ে লতিফা
মাকে ঝাপটে ধরে চিৎকার করে বলে
আমাদের সব কেড়ে নিল মা
এই রাক্ষসী পদ্মা।
কত ঢোলতা জানে সে।

বাজান হাটে গেছে
ভাইজান মাঠে কাজে
এখন কী হবে
এত ঢৌল সহ্য হয় না
অনেক ঢোসর জানে শয়তান পদ্মা।

এরই মধ্যে ফাটল ধরে শোবার ঘরে
ফুলজান ঝাড়ু হাতে থমকে দাঁড়ায়
আয়,কাছে আয় শয়তান
আজ ঝেঁটিয়ে বিদায় করব তোকে
আমাকে চিনিস তুই?

পূবাল ঢেউ আরো উথলে উঠে
রাক্ষসী মূর্তিতে ক্ষেপে যায় সলিল কন্যা
ছাপিয়ে যায় গরীবের জীর্ণকুঠির
শোঁ শোঁ শব্দে বাতাস বয়
কেঁদে উঠে কুলসুম তার সব হারিয়ে।            
            
475 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 27 ডিসেম্বর 2020 20:07
শেয়ার করুন
মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

মীর আব্দুল আউয়াল এর সর্বশেষ লেখা

2 মন্তব্য