এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 12 মার্চ 2021 04:13

তারণি নেই ঘাটে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                তারণি নেই ঘাটে

হয়তো সিঁথিতে সিঁদুর দেখে
হঠাৎ চমকে উঠবে
সেদিন অনেক বৃষ্টি হয়েছিল
ঝড়ে ভেঙে গিয়েছিল
গাছের সব ডালপালা।

বৃষ্টিতে সারা উঠোনে
পানিতে থৈথৈ 
দেবায়তন খালি ছিল
খাঁখাঁ রোদ্দুর ভাবনা মনে
ছায়ামূর্তি ঘুরে বেড়ায় চারপাশে।

দেরেগে বুক ফেটে যায়
দাউ দাউ আগুন জ্বলে
থেকে থেকে এ বুকে
দেউড়িতে দাঁড়িয়ে আশায় থাকি
বসন্তের বাতাসে আসবে দেবা।

তুমি কী আগের মতোই আছে
যেমন হাসতে দখিনা বাতাসে
নদীর পাড়ে দাঁড়িয়ে থাকি
তারুণ কেঁদে ফেরে
আজ তারণি নেই ঘাটে।            
            
362 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 04 এপ্রিল 2021 21:35
শেয়ার করুন
মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

মীর আব্দুল আউয়াল এর সর্বশেষ লেখা

1 মন্তব্য