এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 14 মার্চ 2021 19:59

জীবনের গতিপথ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                জীবনের গতিপথ 

সময়ের গতিরোধ যায় না তো করা
নিজ গতি নিয়ে সে তো নিজ পথে চলে 
হাত দিয়ে আলোটাও যায় না তো ধরা 
আপন বলয়ে সে তো আলো হয়ে জ্বলে
ঘুম ঘোর আঁধারেতে সবি লাগে মরা
যায় না তো ছোঁয়া তারে চলে পলে পলে
আলো আর আঁধারের মোহনীয় ধরা 
অধরাই রয় শুধু অনুভব তলে।

চোখে দেখা যায় না তো বাতাসের গতি 
বয়ে চলে নিজ পথে নিজ মতে ঠিক 
আলো আর বাতাসের এই দম্পতি 
পথ আর পথিকের দিয়ে যায় দিক
আঁধারের মোহনায় ডুবে গেলে পতি
নিয়তির দানে ফিরে আলোর বণিক।            
            
389 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 04 এপ্রিল 2021 21:37
শেয়ার করুন
আতাউর রহমান নোমান

আতাউর রহমান নোমান ১০ই মার্চ ১৯৮২ ইং সনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল নামক গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল বারী কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোর কিপার থাকাকালীন মৃত্যুবরণ করেন। মাতা একজন আদর্শ গৃহিণী। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। লেখাপড়া শেষ করে তিনি কুলাউড়া উপজেলাধীন রবির বাজার আলিম মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি স্বনামধন্য পাল্লাথল চা বাগানে একাউন্টস অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি ব্যস্তঘন জীবনে অত্যন্ত বিচক্ষণতার সহিত কবিতার পাশাপাশি গান, গজল, ইসলামি সংগীত ও গল্প লিখে থাকেন। ইতোমধ্যে তাঁর লেখা কিছু গান দেশের প্রখ্যাত শিল্পীদের কন্ঠে সুরারোপিত হয়ে ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে শোনা যায়।

আতাউর রহমান নোমান এর সর্বশেষ লেখা

1 মন্তব্য