এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 31 মার্চ 2021 20:15

হঠাৎ চমকে গেলাম নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                হঠাৎ চমকে গেলাম

সকালে হাঁটতে গিয়ে 
রেলগেটের পাশে তোমাকে দেখে
হঠাৎ চমকে গেলাম
আচমকা একমুঠি মিঠেল রোদ
যেন ধাঁধাঁ লাগিয়ে দেয়
প্রশান্তিমাখা  দুটিচোখে।

নীলাকাশে মেঘের নেই কোনো 
আনাগোনা সেসময় 
পাখিরা উড়ছে মুক্ত বাতাসে
এপ্রান্ত থেকে ওপ্রান্তে নীলিমায়
পদ্মার ধারে পল্লীবধু স্নান শেষে
ফিরে যায় মুচকি হেসে আপন নীড়ে।

অবশেষে চোখদুটো বন্ধ করে
উল্টো দিকে ঘুরে দাঁড়ালাম
কিছুক্ষণ পর চোখ খুলতেই
তাকিয়ে দেখি তুমি নেই
আকাশের পূর্ণিমার শশি যেন
হঠাৎ লুকিয়ে  যায় চিন্তামেঘের আড়ালে।

কতকাল পরে দেখলাম
সেই রূপসী কন্যকা
যার কারণে আজও বসে থাকি
চিন্তা সাগর তীরে বালুকাবেলায় 
আকাশ হঠাৎ অনেক নীল মনে হয়
মনটা ঘুরে বেড়ায় যেনো মনের আঁধারে।            
            
386 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 04 এপ্রিল 2021 23:03
শেয়ার করুন
মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

মীর আব্দুল আউয়াল এর সর্বশেষ লেখা

3 মন্তব্য