এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 19 এপ্রিল 2021 08:35

তবুও বেঁচে আছি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                তবু্ও বেঁচে আছি

মাঝেমধ্যে শরীরে  চামড়ায়
চিমটি কেটে  দেখি
কোনো বোধশক্তি নেই
হৃদপিণ্ডটার কোনো 
সারাশব্দ  নেই একেবারে
তবুও বেঁচে আছি।

প্রতিদিন সকালে সূর্য উঠে
পাখি গান গায়
মানুষের চলাচল আছে
গরুবাছুর মাঠে চরে বেড়ায়
পুতুলের মত দাঁড়িয়ে থাকি
তবু্ও বেঁচে আছি।

রাত আসে তার নিত্যদিনের 
ঘুমপাড়ানি তালবেতাল গান নিয়ে
সাঁঝে শিশুরা কেঁদে কেঁদে সারা
আবদার মায়ের আঁচলে যাবে বলে
সে যে কেন আসেনা গভীর রাতে
তবু্ও বেঁচে আছি।

কতকাল আর চলবে প্রতীক্ষা
কবে ফুটবে মুখে হাসি
শরীরে আসবে অনুভূতি 
দখিনা হাওয়ায় উড়ে রঙিন স্বপ্ন
মনটা হয় দারুণ চঞ্চল
তবু্ও বেঁচে আছি।            
            
465 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 06 মে 2021 19:39
শেয়ার করুন
মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

মীর আব্দুল আউয়াল এর সর্বশেষ লেখা

1 মন্তব্য