এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 09 ফেব্রুয়ারী 2015 18:43

ধোকা বাজির, ........অবনতি।

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                জল ভর্তি,
মাঠির কলসি.
মাথায় নিলাম।

যদি কেহ পেছন থেকে,
হাত দু'টু দেয় কেঁটে.
মাঠির কলসি মাঠিতে পড়ে,
ভেঁঙ্গে হবে চুরমার।

মা_বাবা,
শিক্ষক গুরু জন সহ.
কিছু সংখ্যক ব্যক্তি গণের,
ইজ্জত ও সম্মান.
নিজ মাথার উপর।

তাঁহাদের মধ্য হতে,
যাঁহারা নিজেরা নিজেদের,
সম্মান নিতে না জানবে.
আমাকে ধোকা দেবে,
আমার সাথে প্রতারনা করবে.
তাঁহাদের পরিনতি,
মাঠির কলসির ন্যয় হবে।

সুতরাং,এখনও সময় আছে ভাল হয়ে যান।
লোভের চরণে পড়ে,নিজের মুলকে বিনষ্ট করবেন না।অন্যথায়,ইজ্জত ধুলি কণায় মিশে যাবে।

বিঃদ্রা:-অতীতের রেকর্ড গুলো শুনলে মাথায় ১০৪ ডিগ্রী জ্বর উঠে যায়।
সর্বশেষ রেকর্ড-এ শুনতে পাই,আমি নাকি দাখিল পাস।আমার নাকি যোগ্যতা নাই।

**অ'রে হুজুর মৌলবী_জি,
পারলে সামলা.
দাখিল পাসের টেলা।**

জামশেদ(বদরী)
1054 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 16 ফেব্রুয়ারী 2015 13:19
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

2 মন্তব্য