এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 31 মে 2021 05:52

ক্লান্ত দুপুরে নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ক্লান্ত দুপুরে 

ক্লান্ত দুপুরে 
কোথা যাই বাপুরে
গরমে পেরেশান 
মনটা আনচান।

ঘুঘু পাখি মগডালে
ডাকে তালে তালে
মাঠঘাট শুনশান
ত্রাহি মধুসূদন। 

পল্লীবধু নদীতটে
জল ভরে নিজ ঘটে
হাত পা মাজে
নানা চিন্তা কাজে।

গাঙচিলের উড়ি-উড়ি
মাছেদের ঘুরাঘুরি 
খুব মজা দেখতে
ইচ্ছে জাগে পেতে।

নদীর ওপারে 
মন যেতে চায় রে
বাপের বাড়ি দেখা যায়
হৃদয় করে হায় হায়!

হায়রে নিয়তি
মেয়ে হয়ে দুর্গতি
বিয়ে হয়ে পরঘরি
মনে হয় ডুবে মরি।            
            
478 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 11 জুন 2021 13:01
শেয়ার করুন
মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

মীর আব্দুল আউয়াল এর সর্বশেষ লেখা

1 মন্তব্য