এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 16 মার্চ 2015 07:21

সেই কথাটা

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                
একটি ছিট ছিল ফাঁকা
আমার ছিটের পাশে,
কোথকে এক মেয়ে এসে
পড়ল হঠাৎ বসে।
লাজুক মনে বসে আমি
কাঁপন খেলা বুকে
মেয়েটা দেখি কথায় পটু
ঝরছে কথা মুখে।
কথায় তাহার সেকি বাহার
যাচ্ছে কেবল বলে,
অামার কথা চাপা পড়ে
তাহার কথার তলে।
কথায় কথায় কথা বাড়ে
নাইকো সময় থেমে,
বিধি আমার হইলো বাম
পড়তে হলো নেমে।
সেই কথাটা হইলো না বলা
দুঃখ মনের মাঝে,
এখন শুঁধুই তাহার কথা
মনের মাঝে ভঁজে।
674 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 16 মার্চ 2015 22:13
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

2 মন্তব্য