এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 30 জুন 2021 11:47

সেই পাখি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                সেই পাখি

সেই পাখি আজও গান গায়
দুপুরের তপ্ত রোদে
একঠায় দাঁড়িয়ে
গাছের মগডালে
করুণ চোখে
তাকিয়ে অসীম আকাশপানে।

একসময়ে সন্ধ্যা নামে
মায়াময় এ ভুবনে
অন্ধকারে ছেয়ে যায় ধরা
বৃথা বসে থাকা তার
পাখি দীর্ঘশ্বাস ছাড়ে
অপ্রাপ্তির অনুভবে।

পাখি একসময় ডাকে
করুণ সুরে
সাথিহারা সে
চারপাশে শুনশান নীরবতা
কোনো সাড়া নেই 
ছায়ামূর্তি যেন মাটির পৃথিবী। 

অবশেষে ভোর হয় ধরাধামে
অর্ক মুচকি হাসে 
আসে রৌদ্রোজ্বল দিন
নির্বাক পাখি তাকায় 
চারপাশে সব পাল্টে গেছে
তখন আশেপাশে কেউ নাই।            
            
497 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 05 জুলাই 2021 01:47
শেয়ার করুন
মীর আব্দুল আউয়াল

মীর আব্দুল আউয়াল, পিতা- মীর আব্দুস শুকুর, মাতা- মোছাম্মৎ করিমন নেছা ১৩ ফেব্রুয়ারী, ১৯৫১ খ্রিস্টাব্দ পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার দড়িশরিফপুর গ্রামে জন্মগ্রহণ করেণ। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী মহাবিদ্যায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিষয়ে পড়াশোনা করেণ। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দ থানা মৎস্য কর্মকর্তা পদে মৎস্য অধিদপ্তরে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেণ। ২০০৯ খ্রিস্টাব্দ তিনি চাকুরী হতে অবসর গ্রহন করে সাহিত্য সেবায় আত্মনিয়োগ নিয়োগ করেণ। দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার ছোট গল্প ও কবিতা প্রকাশিত হয়। তিনি ফেসবুকে এপার বাংলা এবং ওপার বাংলার বিভিন্ন ব্লগে ধারাবাহিক গল্প ও কবিতা লিখে চলেছেন। এ পর্যন্ত তার ১১টি উপন্যাস ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

মীর আব্দুল আউয়াল এর সর্বশেষ লেখা

1 মন্তব্য