এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 05 জুলাই 2021 16:55

নিশাচর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                অন্ধকারের পথিক আমি অন্দকারেই হাঁটি
রাতের বুকে ঘাঁটি
স্বপ্নগুলো মরচেধরা ইচ্ছেরা সব মাটি
এই জীবনের শেষ চাওয়াটা শুভ্র-নিখুঁত-খাঁটি
সেই ইচ্ছেটা যত্নে থেকে হচ্ছে পরিপাটি;
চাঁদের আশায় এখন আমি অন্ধকারেই হাঁটি। 

চাঁদের আলো এখন আমার লাগে না আর গা'য়
চাঁদ কী নিরুপায় ;
যায় না বোঝা চাঁদের আলো পড়ছে কার পাড়ায়
নিত্য আসাযাওয়া চলছে কার সে আঙিনায়? 
তারই আলোয় গোসল করে হলাম নিরুপায় 
আজও শত ইচ্ছে পায়েল পরাই চাঁদের পা'য়। 

কোন সে ব্যথা বুকে নিয়ে অন্ধকারে চলি
নির্জনতায় জ্বলি;
কোন সে ভুলে আলোক প্রদীপ দিলাম জলাঞ্জলি 
ঘুরছি ক্যানো তার শহরের সকল অলিগলি 
মিডাজোলাম দেহের সাথে চলছে খেলে হলি
হাজার কথা আর্তনাদে রাতের দেহে বলি। 

নুইয়ে পড়া ইচ্ছেগুলো মেলছে না আর ডানা
বৃথাই ষোলো আনা ;
স্বপ্নগুলোর রঙ পাল্টিয়ে হলো আবর্জনা 
রাতের বেলায় সবই দ্যাখি শুধু দিনের কানা
ক্যানো আজও বৃথা দিচ্ছি তার দুয়ারে হানা? 
নিত্য এখন জীবন ধরি আর কিছু নেই জানা।

তারে কি আর যায় উঠানো ধরলে ঘুমের ভান? 
তারই অবস্থান;
দু'টি চোখে আঙুল দিয়ে দ্যাখায় গোরস্থান
চোখ ফেরাতে গ্যালেই ক্যানো আঁতকে উঠে প্রাণ
হে দয়াময় দয়ার সাগর আল্লাহ্, রহমান
নাকের মাঝে আর না লাগুক তারই চুলের ঘ্রাণ।

ঘুম আসে না ঘুমাইও না আমার গা'য়ে জ্বর
ঘুমাও স্বার্থপর ;
তোমার কী আর দায় পড়েছে নিবা যে খবর! 
এ্যামিবাদের গায়ের মতো পাল্টে প্রাণেশ্বর 
যাহ্ চলে যা সবাই গ্যাছে শূন্য থাকুক ঘর;
তোর কারণেই আজ বিরাগী, মাতাল " নিশাচর " ।            
            
413 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 05 জুলাই 2021 16:59
শেয়ার করুন
আবিনহা মাস্ঊদ

আবিনহা মাস্ঊদ ১৯৮৫ সালের ২৪ জানুয়ারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আঠারো বাঁক গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। তাঁর বাবা মরহুম আলী হায়দার মিয়াজী এলাকায় স্বনামধন্য ব্যক্তিত্ব ও সমাজসেবক ছিলেন। মাতা আফিয়া বেগম একজন আদর্শ গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি লেখালেখি করতেন। তাঁর প্রথম উপন্যাস "স্বপ্নময় জীবন" ২০০০ সালে প্রকাশিত হয়। দীর্ঘ ২০ বছর পর ২০২১ সালের বইমেলা উপলক্ষে তাঁর দ্বিতীয় গ্রন্থ সায়েন্স ফিকশন নির্ভর উপন্যাস "ফেলু মফিজ" প্রকাশিত হয়। তিনি ছড়া, কবিতা, গান, গল্প, সায়েন্স ফিকশন, প্রবন্ধ ও উপন্যাসসহ সাহিত্যের সকল শাখায় চর্চা করে যাচ্ছেন। মূলতঃ তিনি একজন ছান্দসিক কবি । তাঁর লেখা কাব্যগ্রন্থ (১) তারছেঁড়া (২) দিশেহারা (৩) অস্থিরতা (৪) ত্রিকাল। ছড়াগ্রন্থ "শান্তি চুক্তি" উপন্যাস (১) স্বপ্নময় জীবন (২) ফেলু মফিজ। খুব শীঘ্রই তাঁর সায়েন্স ফিকশন নির্ভর উপন্যাস "হাবলুর কারবার" প্রকাশ হতে যাচ্ছে। এছাড়া তাঁর কাব্যগ্রন্থ "সপি শারমিন" ও "ছায়ানীল" আসছে শারমিন প্রকাশন থেকে। তাঁর লেখায় দেশপ্রেম, সামাজিক অবক্ষয়, অন্যায়ের প্রতিবাদ, নাস্তিক্যবাদের বিরুদ্ধাচারণ, মানবিকতা, মানবজীবনের মোহ, মায়া, প্রেম বিরহসহ অনেক কিছুই ফুটে উঠে দর্পণে ছবির মতো। তিনি তাইসান,তাশিন ও তাইরানের বাবা।

আবিনহা মাস্ঊদ এর সর্বশেষ লেখা

5 মন্তব্য