এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 16 মার্চ 2015 10:09

মনডুবুরি হবো

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                অনেক তো চষে বেড়ালাম-
নদী মাড়িয়ে সমুদ্র মাড়িয়ে
তাড়া খাওয়া মাছদের লেজ ছুঁই ছুঁই গতিতে
অভেদ রেখায় ঘুরে ঘুরে দেখে এসেছি
সর্পিল জীবন হাতে করে ;
চার পাশ ভয়াল কুয়াশার ছাউনী
আর সুনসান জল যাপন।
অক্সিজেন নাকে ভুটি তোলা পানিতে
গা ভাসিয়ে নিরন্তন নিম্নমুখি হওয়া,
দেখেছি শামুকের বেশরম লজ্জা মাখা ঠোঁট
মানুষের ছোঁযা পেলেই ঠিক বুঁজে নেয়।
এবার, ও মেয়!
তোমাতেই ডুবে ডুবে মনডুবুরি হবো,
তোমার ভ্রু কুঁচকানো চাহনীর গভীরতায় সাঁতরাবো,
পাঁজরের কোণায় লুকিয়ে রাখা এক সমুদ্র প্রেম
নাকে অক্সিজেনবিহীন ডুবুরি হয়ে
খুঁজে খুঁজে ছুঁয়ে নেবোই,
শামুকের মতোই লজ্জার চিবুকে
আমার এ গন্তব্য মিলাবোই।
এবার আর নদী সমুদ্রের নয়
তোমার মনডুবুরি হবো সই।
 
লেখাঃ২৮/২/১৫ইং
721 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 16 মার্চ 2015 15:17
শেয়ার করুন
দ্বীপ সরকার

দ্বীপ সরকার এর সর্বশেষ লেখা

4 মন্তব্য