এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 25 আগষ্ট 2021 20:13

ক্লান্ত পথের সাথী নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ক্লান্ত পথের সাথী 

চলতি পথে ঘামে ভেজো যদি 
তোয়ালে হয়ে তোমায় ছোঁবো,
এলো চুলে ক্লিপ আঁটো যদি
কুন্দ হয়ে খোঁপা বেঁধে দেবো।

ক্লান্তি চোখে শ্রান্তি খোঁজো যদি 
ভ্রান্তিগুলো ক্ষমার চোখে দেখো,
তখন আমি অগাধ ছায়ার ডালি
না হয় একটু প্রাণের পরশ রেখো।

চৈত্র যদি মনের মধ্যে হাঁটে 
চৌচির হয় তোমার নরম মাঠ,
তখন আদুরে বৃষ্টি হয়ে আমি 
ছুঁয়ে যাব তোমার সকল ঘাট।

সকল কাজের ব্যস্ততার মাঝে 
অবসরের আলতো চুমু হবো,
চাপের বোঝা নামে যদি দেহে
কাঁধটা তোমায় সোঁপে দেবো।

কাঁধে যদি রাখো তোমার মাথা
শুনতে পাবে তোমার প্রিয় শ্বাস,
সেখানে একটা বাউল বাস করে
ছেঁড়া তারে সুর তোলে বারোমাস।

সুরে যদি ডোবাও তোমার মন
শয্যা তখন হবে নীল ছায়াপথ,
অপেক্ষার পথে জমাট ধূলোস্তর
বৃষ্টি কবে ধোয়াবে মলিন পথ!            
            
365 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 30 আগষ্ট 2021 23:08
শেয়ার করুন
রমাকান্ত পাঁজা

রমাকান্ত পাঁজা, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নবস্থা গ্রামের বাসিন্দা। পিতা জগন্নাথ পাঁজা ও মাতা বাসন্তী পাঁজা। ১৯৭৪ সালে ১৭ ই নভেম্বর নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম। গ্রামের স্কুলে পাঠ শেষে কারিগরি ঞ্জানের জন্য শহরে গমন। বর্তমানে গৃহশিক্ষকতার কাজে নিযুক্ত।

রমাকান্ত পাঁজা এর সর্বশেষ লেখা

1 মন্তব্য