এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 25 আগষ্ট 2021 20:16

ফিরে দেখা হিরোশিমা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ফিরে দেখা

একটা কান বিদীর্ণ আওয়াজ 
দমকা আলোর রোশনাই, 
কালো মেঘে ছেয়ে গেল আকাশ 
বারুদে গন্ধে ভরে উঠলো বাতাস 
তীব্র আর্তনাদ--- হা-হা-কার----
আগুনে বৃষ্টির ফুটন্ত জলে--
সিদ্ধ হয়ে যাওয়া লাশ, 
মানব সভ্যতার চরম সর্বনাশ। 

লোভ, হিংসা, আগ্রাসন 
চোখে আঙুল দিয়ে দেখালো
আমাদের পাশবিক রূপ।
মানুষের লাশের চূড়ায় বসে 
হাসল ক্রুর হাসি, 
জয় করে আনল ঘৃণা। 

মনুষ্যত্বের অহংকারকে মাটিতে মিশিয়ে 
ক্ষমতা ও  দম্ভের মোহে অন্ধ হয়ে ---
ভাবলো সব জিতে গেছি, 
মস্তিষ্কের কাছে পরাজিত হৃদয়, 
তাই, চাইলো না তারা ক্ষমা। 
কিন্তু একবারও তারা ভাবেনি 
ভালোবাসার বন্ধনে কলকোলাহলে --

মাথা তুলে দাঁড়াবে আজকের হিরোশিমা।            
            
312 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 30 আগষ্ট 2021 23:10
শেয়ার করুন
রমাকান্ত পাঁজা

রমাকান্ত পাঁজা, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নবস্থা গ্রামের বাসিন্দা। পিতা জগন্নাথ পাঁজা ও মাতা বাসন্তী পাঁজা। ১৯৭৪ সালে ১৭ ই নভেম্বর নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম। গ্রামের স্কুলে পাঠ শেষে কারিগরি ঞ্জানের জন্য শহরে গমন। বর্তমানে গৃহশিক্ষকতার কাজে নিযুক্ত।

রমাকান্ত পাঁজা এর সর্বশেষ লেখা