এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 25 আগষ্ট 2021 20:24

ইচ্ছে ভালোবাসা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ইচ্ছে ভালোবাসা 

আমার কপালের উপর যে পথটা দেখছ ওটা তোমার যাবার রাস্তা, 
যে কাজল ঘেরা চোখ দুটো দেখছো ওটা তোমার স্বপ্নে ভরা, 
আমার তৃষ্ণার্ত ঠোঁট দুটো তোমার উষ্ণ চুম্বনের স্বাদে মগ্ন, 
খোঁপায় গাঁদা ফুলের রংটা তোমার চোখ পোড়াবার জন্য,
ছেড়ে রাখা বাঁকা লক্সটা তোমার গালের সোহাগী স্পর্শের অপেক্ষায়, 
 কণ্ঠনালীর কম্পনটা তোমার বুকে আলোড়ন এর জন্য তৈরি, 
বুকের বাম দিকে স্তনের নিচে যে ছোট্ট নরম হৃদয়টা আছে 
ওটা তোমার প্রবল আকর্ষণে ছিটকে বের হতে চায় মুক্তিবেগে,
মুক্ত বিহঙ্গের মত খেলা করতে চায় তোমার ঐ  লোমশ বুকে। 

আষ্টেপৃষ্ঠে জড়ানো বাহু লতার মাঝে শান্তি খোঁজে প্রেম, 
রক্তস্রোতের প্রতিটি কণিকা বয়ে বেড়ায় তোমারি ইচ্ছে ভালোবাসা।

তোমার ওই মিষ্টি হাসিতে ঝরে পড়ে কত ভালোলাগা ভাইরাস, 
তাই এই নরম বুকে রাজত্ব করছে তোমারই ভালবাসার সন্ত্রাস।            
            
329 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 30 আগষ্ট 2021 23:12
শেয়ার করুন
রমাকান্ত পাঁজা

রমাকান্ত পাঁজা, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নবস্থা গ্রামের বাসিন্দা। পিতা জগন্নাথ পাঁজা ও মাতা বাসন্তী পাঁজা। ১৯৭৪ সালে ১৭ ই নভেম্বর নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম। গ্রামের স্কুলে পাঠ শেষে কারিগরি ঞ্জানের জন্য শহরে গমন। বর্তমানে গৃহশিক্ষকতার কাজে নিযুক্ত।

রমাকান্ত পাঁজা এর সর্বশেষ লেখা

1 মন্তব্য