এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 25 আগষ্ট 2021 20:36

মূল্যবৃদ্ধি নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                মূল্যবৃদ্ধি  

জ্বালানি তেলে লেগেছে আগুন 
টপকেছে 'শ'য়ের গণ্ডি,
প্রয়োজনীয় দ্রব্য লক্ষণ রেখায় 
ধর্মকে রেখেছো শ্রীখন্ডী। 

বলছো তোমরা রামের দলে 
তোষনে রেখেছো রাবণ, 
আচ্ছে দিনের হরধনু ভেঙেছে 
টুকরো হচ্ছে স্বপন। 

অশ্বমেধের ঘোড়ায় চড়েছে
জিনিসপত্রের দাম, 
লব কুশেরা 'ট্যাব' আর 'বারে',
কে আর ধরবে লাগাম!

কৃষকের আয় নাকি তিনগুণ 
তবুও হাতে রেশনের থলি!
ভিক্ষাংদেহী  রাবন সেজেছে 
সত্য নয় এটা ঘোর কলি। 

দেশবাসী প্রতিবাদে নেমেছে 
তকমা পেয়েছে বিভীষণ, 
তারাই রাখে মৃত্যুবাণের খবর 
কোথায় রেখেছো গোপন। 

সংবাদমাধ্যম নির্লজ্জ আজ 
শুধুই রাম রাবণের যুদ্ধ, 
দেশবাসী আজ জ্বলন্ত চিতায় 
তবুও তার কণ্ঠরুদ্ধ।            
            
576 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 01 সেপ্টেম্বর 2021 18:39
শেয়ার করুন
রমাকান্ত পাঁজা

রমাকান্ত পাঁজা, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নবস্থা গ্রামের বাসিন্দা। পিতা জগন্নাথ পাঁজা ও মাতা বাসন্তী পাঁজা। ১৯৭৪ সালে ১৭ ই নভেম্বর নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম। গ্রামের স্কুলে পাঠ শেষে কারিগরি ঞ্জানের জন্য শহরে গমন। বর্তমানে গৃহশিক্ষকতার কাজে নিযুক্ত।

রমাকান্ত পাঁজা এর সর্বশেষ লেখা

2 মন্তব্য