এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 25 আগষ্ট 2021 20:38

ডিজিট্যাল সম্পর্ক নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ডিজিট্যাল সম্পর্ক 

সম্পর্ক যখন কী-বোর্ডে তে 
শব্দেরা সব বন্দী, 
স্পর্শেরা সব অপুষ্টিতে ভোগে 
জেঠিমা মাসিমা ঠানদি। 

আশীর্বাদের হাতটা আজ 
ছোঁয়ায়  নাকো মাথা,
ইমুজি তে সব প্রণাম দিয় 
বুকে তাদের ব্যথা। 

ঠান্ডা হাতের মিষ্টি চুমু 
স্পর্শ করেনা চিবুক, 
কি-প্যাডে তে আদর মেখে 
ভরে ওঠে বুক। 

আওয়াজ শুনে মুঠোফোনে 
অনুভূতিরা হয় উচ্ছল, 
স্ক্রিনে তে ফোটায় মনের কথা
 কি-প্যাডই হয় সম্বল। 

ভিডিও কলে মুখটা নড়ে
শব্দ ভাসে কানে, 
চোখটা জলে ভরে ওঠে 
ব্যথা জমে প্রাণে। 

বর্তমান টা বড্ড জটিল 
সম্পর্ক মুঠোফোনে, 
স্ট্যাটাস দেখে বুঝতে হয় 
কে আছে কোন মনে।            
            
436 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 01 সেপ্টেম্বর 2021 18:40
শেয়ার করুন
রমাকান্ত পাঁজা

রমাকান্ত পাঁজা, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নবস্থা গ্রামের বাসিন্দা। পিতা জগন্নাথ পাঁজা ও মাতা বাসন্তী পাঁজা। ১৯৭৪ সালে ১৭ ই নভেম্বর নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম। গ্রামের স্কুলে পাঠ শেষে কারিগরি ঞ্জানের জন্য শহরে গমন। বর্তমানে গৃহশিক্ষকতার কাজে নিযুক্ত।

রমাকান্ত পাঁজা এর সর্বশেষ লেখা