এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 25 আগষ্ট 2021 20:40

খুকুর বিষ্ময় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                খুকুর বিষ্ময়

ছোট্ট খুকু বলল মাকে 
হাঁটেলে নাকি চেহারা ঝরে, 
হাতি তো রোজই হাঁটে 
দেখে মনে হয় শুধুই বাড়ে!

তুমি তো কেবলই বলো
সাঁতার কাটলে স্লিম হবি, 
তিমি তো রোজই সাঁতার কাটে 
তার কি করে ওরকম ছবি! 

পেস্ট দিয়ে দাঁত মাজলে পরে 
দাঁত নাকি হয় দুধ সাদা, 
বাঁদরে কি দিয়ে মাজে বলো? 
আমি কি এতই হাঁদা!

তুমি তো শুধুই বলো---

প্রতিদিন প্রচুর জল খেলে 
শরীর নাকি থাকবে ভালো, 
উট কি প্রতিদিন খায় জল? 
মরুর জাহাজ কি করে হলো! 

জল ঘাঁটলে তুমি কেবল 
দেখাও সর্দির ভয়, 
ব্যাং তো জলেই খেলা করে 
ওদের কি সর্দি হয়! 

তুমি বড্ড বোকা মাগো---

অংক না পারলে গাধা বলো
কান মুলে দাও জোরে, 
গাছ তো আরো বোকা 
শুধুই উপকার করে। 

ওর ছায়াতে বসে কাঠুরিয়া 
একটু জিরিয়ে নেয়, 
ওর অক্সিজেন নিয়েই আবার 
জোরেই তো ঘা দেয়। 

মা, আমি হই তবে বোকা গাছ 
শীতল ছায়া, পাখির বাসা, 
ফুল ফলে ভরিয়ে দিয়ে 
মেটাবো আমার মনের আশা।            
            
412 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 01 সেপ্টেম্বর 2021 18:42
শেয়ার করুন
রমাকান্ত পাঁজা

রমাকান্ত পাঁজা, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নবস্থা গ্রামের বাসিন্দা। পিতা জগন্নাথ পাঁজা ও মাতা বাসন্তী পাঁজা। ১৯৭৪ সালে ১৭ ই নভেম্বর নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম। গ্রামের স্কুলে পাঠ শেষে কারিগরি ঞ্জানের জন্য শহরে গমন। বর্তমানে গৃহশিক্ষকতার কাজে নিযুক্ত।

রমাকান্ত পাঁজা এর সর্বশেষ লেখা