এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 25 আগষ্ট 2021 20:58

আবরণ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আবরণ 

ছিঁড়েছো মলাট পাঠ্যে রাখো নি তবুও আশায় থাকি 
গল্প এখনো শেষ হয়নি উপসংহার টুকু আছে বাকি। 

প্রতিটা শব্দ খুঁটিয়ে পড়ি কি নিদারুণ সব গদ্য 
আমি তখন বাদামের ঠোঙ্গায় অবহেলা এক পদ্য।

আগুনে পুড়ে ও যন্ত্রণা পাইনা অবহেলায় যা পাই 
বেশি পুড়লে তো ছেদন করো পড়ে থাকে শুধু ছাই।

দুমড়েমুচড়ে ফেলবে আমায় ডাস্টবিন বা পথের ধুলায় 
আমিতো শুধু আবরণ ছিলাম এখন পরিণত ছেঁড়া খোলায়।            
            
404 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 01 সেপ্টেম্বর 2021 18:49
শেয়ার করুন
রমাকান্ত পাঁজা

রমাকান্ত পাঁজা, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নবস্থা গ্রামের বাসিন্দা। পিতা জগন্নাথ পাঁজা ও মাতা বাসন্তী পাঁজা। ১৯৭৪ সালে ১৭ ই নভেম্বর নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম। গ্রামের স্কুলে পাঠ শেষে কারিগরি ঞ্জানের জন্য শহরে গমন। বর্তমানে গৃহশিক্ষকতার কাজে নিযুক্ত।

রমাকান্ত পাঁজা এর সর্বশেষ লেখা

1 মন্তব্য