এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 20 সেপ্টেম্বর 2021 20:30

স্বাধীনতা তুমি কার? নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                .
স্বাধীনতা তুমি কার

আসল অপরাধী পায় না সাজা
    নিরাপরাধ পায় না ছাড়,
বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়ায়
    হে স্বাধীনতা তুমি কার?

স্বাধীনতা তুমি প্রভাবশালীদের
   বর্বরতা নিষ্ঠুর আগ্রাসন,
জালিম হয়ে করে থাকে জুলুম
   বসায় ক্ষমতার আসন।

স্বাধীনতা তুমি মজলুমের জম
    কেন অপরাধীর আপন,
ক্ষুধায় অনাহারি ছটফট করে
   ধনীর সুখে রাত্রি যাপন।

স্বাধীনতা তুমি ধনীর দুলালের
   সেই বিশাল অট্টালিকা,
গরীবের স্বপ্নগুলো পুড়ে ছাই
   জ্বলছে আগুনের শিখা।

স্বাধীনতা তুমি দীর্ঘ নয়টি মাস
    মুক্তিযুদ্ধের সেই ফসল,
ধনী গরীব ভেদাভেদের সমাজ
    তোমার পরিচয় আসল।

স্বাধীনতা তুমি সে বৈশাখি ঝড়
    চৈত্রের মত বিশাল খরা,
শেরে বাংলা, ভাসানি, বঙ্গবন্ধু
     তুমি কার আদর্শে গড়া।

স্বাধীনতা তুমি সন্তান হারা মা
    কষ্ট বুকফাটা আর্তনাদ,
যাতনার অনলে পিষ্ট হয় তারা
    প্রতিদানে পায় আঘাত।

স্বাধীনতা তুমি এক উঁচুশ্রেণীর
    টাকার অহংকার বড়াই,
স্বাধীনতা তুমি অন্নের অভাবে
   বেঁচে থাকার এই লড়াই।

স্বাধীনতা তুমি প্রভাবশালীদের
    ধর্ম বর্ণ বৈষম্য ভেদাভেদ,
ধনী-গরীব, উঁচু-নিচু, ছোট বড়
    সমাজে হয় সম্পর্কচ্ছেদ।

স্বাধীনতা তুমি পরাধীন কোথাও
    পাই না স্বাধীনতার স্বাদ,
ক্ষমতার স্রোতে মানবতা হারায়
    হচ্ছে শুধু ঝগড়া বিবাদ।            
            
595 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 10 জুন 2022 12:03
শেয়ার করুন
শেখ মুহাম্মদ সোহেল রানা

শেখ মুহাম্মদ সোহেল রানা, ১৯৯৮ সালের ১৫ই জুন বৃহত্তর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী গ্রামেতে জন্মগ্রহন করেন। পিতার নাম মোঃ সাইদুর রহমান ও মাতার নাম মোছাঃ জহুরা খাতুন। তিনি প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন আহাম্মদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারপর ২০১৫ সালে আহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পাশ করেন, ২০১৭ সালে এইচ,এস,সি পাশ করেন ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে। বর্তমানে সে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চা করে থাকেন। তাহার লিখা কবিতাগুলো বাংলা সাহিত্যে বেশ প্রশংসিত হয়। সময়ের কলম, কবিতা গল্প ডট কম, বাংলা ভোর টুয়েন্টি ফোর ডট কম, মাসিক নবরঙ ও আর্ন্তজাতিক স্বাধীন বাংলা ম্যাগাজিনসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে তার লিখা কবিতা প্রকাশিত হয়েছে। তার প্রকাশ হওয়া যৌথ কাব্যগ্রন্থ সমুহঃ “হৃদয় বীণার সুর”, “প্রেম কাব্যালয়”, “কাব্যফুল”, “দীপ জ্বেলে যাই”, “ছায়াতরু”, “আলোকিত প্রভাত”, “১০১ কবির কবিতা” ইত্যাদি বেশ উল্লেখযৌগ্য।

শেখ মুহাম্মদ সোহেল রানা এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

7 মন্তব্য