এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 23 সেপ্টেম্বর 2021 19:27

কালো ফুল নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আজ সকালে ঝরে গেলো
একটা তাজা ফুল,
ফুলটা ছিলো গন্ধবিহীন
জন্মটাই যেনো ভুল!

গন্ধবিহীন ফুলটার বুকে
ছিলো অনেক জ্বালা,
তাকে নিয়ে ভাবেনি কেউ
গাঁথবে সুন্দর মালা।

দেখতে তেমন সুন্দর নয়
রংটি ছিলো কালা,
কালো বলে ফুলটিকে সবাই
করতো অবহেলা।

দুঃখ ছিলো ফুলটির অনেক
কেউই দেখলো না,
সবাই ভাবে কালো ফুলে
সুভাশ ছড়ায় না।

তাই কেউ ছূয়ে দেখেনি
ফুলটির পাপরী পাতা,
তার ও যে সুভাশ ছিলো
যা পায়না জনতা।

একজনই পাবে সুভাশ
যা তুলনা হয় না,
এমন সুভাশ জগতে আর
কেউ দিতো না।

তেমন কেউ আসেনি কোনদিন
ফুলটির জীবনে,
তাই তো ফুলটি  ঝরে গেলো
নিঃশ্ব হয়ে মরণে।            
            
330 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 29 অক্টোবর 2021 00:23
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা

2 মন্তব্য