এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 27 অক্টোবর 2021 06:47

নেই সেই গাঁ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                কতদিন পরে আমি
এলাম আমার গাঁয়ে,
যে গাঁয়েতে কাটতো শৈশব
ধুলো কাদা মাখা পায়ে।

সাথীদের নিয়ে ঘুরতাম বিলে
চড়ে ডিঙ্গি নায়ে,
কখনও বা সবাই মিলে
বসতাম বনে গিয়ে।

এখন নেই আর ডিঙ্গি নৌকা
বিলে ও নেই পানি,
নেই সেই সুন্দর গাঁয়ের
সুন্দর বনখানি।

নেই আর সেই মাটির ঘর
উগলা পাতার ছাউনি,
এখন সবই দালান কোঠা
ইট পাথরের গাঁথনি।

হা ডু ডু আর ফুটবল খেলায়
জমতো গাঁয়ের মাঠে,
সবাই বসতো খেলা দেখতে
উত্তেজনার দাপুটে।

এখন চলে ক্রিকেট খেলা
বল আর ব্যাটে,
জমেনা সেই উত্তেজনা
দর্শক ও নেই মাঠে।

দীঘির জলে সাতার কাঁটা
ডুব দিয়ে ছুঁয়াছুঁয়ি খেলা,
কখনও বা মাছ ধরতাম
চড়ে কলাগাছের ভেলা।

দীঘি এখন ছোট হয়েছে
দেখতে ছোট পুকুর,
মাছ ধরাতো বন্ধ হয়েছে
হয়েছে সবাই শোকর।            
            
301 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 08 নভেম্বর 2021 09:36
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা

3 মন্তব্য