এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 18 মার্চ 2015 09:34

মাঝে মাঝে এসো

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                জানি না আমি কেন তুমি
অামার পবিত্র ভালোবাসায়
লেপন কর ঘৃনার কালি,
কেনইবা অবহেলা ঘৃনার ছলে
কোনসে সুখের টানে অধরা
এ অবেলা যাও তুমি চলি।
বিনিদ্র রজনী কাটে
মন ভেবে ভেবে ব্যাকুল,
তুমি আসবে যবে অনু ক্ষণে
মন জানাবে তার আকুল।
জানি তুমি আসবেনা আর
মমো মৃত পুষ্প কাননে,
ফুটাবেনা ফুল, গাইবে না গান,
থাকবেনা আনমনে।
চলে যাবে যেতে পার
ঘৃনার বীজ নাই মোর মনে
তবে এসো মাঝে মাঝে
মমো মৃত পুষ্প কাননে,
ভালোবাসি তোমায় বাসিব
ভুলিবনা কভু জীবনে।
রাখিব তোমায় মমো মন্দিরে
পুষ্প কাননে অতি যতনে।
916 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 18 মার্চ 2015 09:45
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

4 মন্তব্য