এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 19 মার্চ 2015 00:28

ভক্তিতেই মিলে মুক্তি।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                

কলমের তুল্য আমায় বানালো,
কলমে কালি থাকলে বুকে রাখে সবাই.
কালি শেষ হয়িলে,ফেলে দেয় কলম ময়লায়।
সময়ে আমায় রেখেছিল তেমন করে।
বুকে লয়ে দিত দুধ,
এখন ভিন্ন তাদের মদ।
ভুত তারে পাগল বানাইলো।
আমায় ভুলিলে পরে,
করবি জীবনে বড়ই ভুল।
ধরিস না তুই,
সমুদ্র সৈকতের পাড়ে ফুটা-কচুঁরি পেঁনার ফুল।
যে ফুল কর্দমে ফুটিলো।
ভেঁঙ্গে ফেল,
অহংকারে গড়া তোমার পিতার বন্দি শিকল।


বিশ্বাসে রাখ মোর প্রতি ভক্তি,
তবে পাবে মুক্তি.
যুক্তি তর্ক দিয়ে মন পাওয়া যায় না।

820 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 30 মার্চ 2015 11:45
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য