এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 10 জানুয়ারী 2022 07:23

শব্দের রং নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                শব্দের রং
ঘোর কুয়াশায় তখনও স্পষ্ট হতে লাগলো
একবুক ডোবা জলে
সাদা শালুকের পাতা ঝরে পড়ার আগে খুলছে।
আরো কাছে লাইনের ধারে ঝোপের আড়ে
লাল গোলাপটাও বুড়ি হচ্ছে।
সময় অপচয় করতে করতে বেশ বুঝতে পারলাম
শব্দেরা হারিয়ে গেছে দিকশূন্যে; আমি শুধু রং দেখতে লাগলাম-
শব্দহীন রং বিবর্ণ হতে থাকলো।            
            
503 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 14 জানুয়ারী 2022 23:55
শেয়ার করুন
সেখ কামারুল ইসলাম

পশ্চিমবঙ্গের হাওড়ার হাটুড়িয়া গ্রামের অধিবাসী । মূলতঃ প্রবন্ধ লিখলেও মাঝে মধ্যে ছোট গল্প-কবিতা লেখেন । টেলিকম টেকনোলজিতে স্নাতকোত্তর সেখ কামারুল ইসলাম বর্তমানে লোকো পাইলট হিসেবে ভারতীয় রেলওয়েতে কর্মরত । সমাজসেবার নানান কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সাহিত্য সেবাও করে চলেছেন ।

সেখ কামারুল ইসলাম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা