এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 10 জানুয়ারী 2022 07:39

ডোবা ঘর নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ডোবা ঘর

ডোবা রাস্তায়, একচাকা জলে কত ছোট সাইকেল সাঁই সাঁই করে চলে যায়। 
কি জানি কি ভেবে এখনও রাতের আঁধারে
একলা আধলা এক মাছ পুকুরের মাঝে ঘাই দেয়।

প্রভূভক্ত না কি জীবন লক্ষ্যে নাছোড়,
বেকুব নাকি ঘরপ্রেমী নাকি আর অন্য কিছু?
কিছু কি প্রমাণ করতে চায়? কারো খোঁজে আছে? কে জানে!

ধোঁয়াশা মাথায়, জল ঠেলে ঠেলে আমিও ঘরে ফিরি রোজকার মতোন!            
            
509 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 14 জানুয়ারী 2022 23:56
শেয়ার করুন
সেখ কামারুল ইসলাম

পশ্চিমবঙ্গের হাওড়ার হাটুড়িয়া গ্রামের অধিবাসী । মূলতঃ প্রবন্ধ লিখলেও মাঝে মধ্যে ছোট গল্প-কবিতা লেখেন । টেলিকম টেকনোলজিতে স্নাতকোত্তর সেখ কামারুল ইসলাম বর্তমানে লোকো পাইলট হিসেবে ভারতীয় রেলওয়েতে কর্মরত । সমাজসেবার নানান কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সাহিত্য সেবাও করে চলেছেন ।

সেখ কামারুল ইসলাম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য