এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 12 জানুয়ারী 2022 06:23

শীতের কাপড় নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                প্রচন্ড শীত লাগছে আজ
শীতের কাপড় নেই বলে,
শীত বস্ত্রহীন কাটছে যে দিন
উষ্ণতা কভু নাইই মিলে।

প্রতি শীতেই কিনবো ভাবি
একটা উষ্ণ  কাপড়,
এই শীত ও যাচ্ছে চলে
কিনার নেই খবর।

হবে না কিনা আর
জোগাড় নেই টাকা,
কেঁপে কেঁপে প্রতি শীতে
যায় কি বল থাকা।

উষ্ণতা নেই জীবনে
এমন শীতের দিনে।            
            
316 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 14 জানুয়ারী 2022 23:57
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা