এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 09 মে 2022 11:50

মা মানে অতি ত্যাগী নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                মা মানে অতি ত্যাগী

মা মানে অতি ত্যাগী যার তুলনা নাই,
মা মানে দুঃখ সুখে যাকে কাছে পাই।
শক্তি সাহস যোগাতে মার তুলনা নাই,
গর্ভে ধারণ করে মা কোলে দেয় ঠাঁই।
মা হলো স্রষ্টার এক অলৌকিক দান,
বুকের ধনের জন্য মা বিলিয়ে দেয় প্রাণ।
এই পৃথিবীর সেরা হল মায়ের ভালোবাসা,
সন্তানের জন্য মায়ের হৃদয় স্নেহ মমতা ঠাসা।
মা বলে তোমার জন্য রইল দোয়া আমার,
বিজয় নিশান না উড়িয়ে দরকার নেই থামার।
মা বলে তুমি পারবে করো না তো ভয়,
মা বলে একদিন তুমি ঠিকই করবে বিশ্বজয়।            
            
310 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 14 মে 2022 18:30
শেয়ার করুন
মোঃ হেদায়েতুল ইসলাম

মোঃ হেদায়েতুল ইসলাম। তিনি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র সিরাজগঞ্জের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময় চীন সরকারের বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার লক্ষ্যে চীনের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ লাভ করেন। ভ্রমণ করতে, বই পড়তে এবং লেখালেখি করতে অনেক ভালোবাসেন । আমেরিকা, রাশিয়া, চায়না, ভারত ও ইউরোপের বিভিন্ন দেশে তাঁর লেখা ইতোমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। মোঃ হেদায়েতুল ইসলাম (তেজী কবি)এর কবিতা, লেখা গান, গল্প, ভ্রমণ কাহিনী, উপন্যাস ইতোমধ্যে দেশ ও আন্তর্জাতিক মহলে যথেষ্ট সুনাম অর্জন করেছে । লেখালেখির পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক মহলের খেলাধুলায় যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এ ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।মানবতার কল্যাণে বহু কাজ করছেন এবং আজীবন কাজ করতে চান। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।

মোঃ হেদায়েতুল ইসলাম এর সর্বশেষ লেখা