এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 19 মার্চ 2015 23:39

বাংলার গান

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                বাংলা আমার গান
বাংলা আমার প্রান ,
এই বাংলায় আমি দিয়ে যাব মোর
জীবন বলি দান ।।

এই বাংলার আলো বাতাসে আমি
হয়েছি বাংলা দেশী ,
বাংলা কে তাই জীবনের মতো
গভীর ভালো বাসি ।।

বাংলার মায়ায়-ছায়ায় আমি
পরম ভাগ্যবান ,
জন্মেছি এ বাংলায় সে তো
খোদার মেহেরবান ।।

বাংলায় আমি দিয়ে যাব সুর
প্রানের যত গান ,
বাংলায় ডাকি আল্লাহ-খোদা
বাংলায় ভগবান ।।

বাংলায় আমার বাস
বাংলা আমার শ্বাস,
এই বাংলার সবুজ-শ্যামলে দেব
আমার শেষ নিঃশ্বাস ।।

675 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 19 মার্চ 2015 23:46
শেয়ার করুন
আনামিয়া

সাহিত্যাকাশে নিভৃত স্বপ্নচারী মোঃ আনামিয়া সিলেট (সদর দক্ষিণ) দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ছায়া সুশীতল সুনামপুর গ্রামে ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব সিফত আলী, মাতা আলহাজ্ব জয়তুন্নেছা। চার ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। সুনামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক; মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় হতে মানবিক শাখায় এইচ, এস, সি এবং সিলেট সরকারী কলেজ বিশ্ববিদ্যালয় হতে বি, এ, পাস করেন। তাঁর প্রকাশিত উপন্যাস "মানিকের ভালোবাসা", "অচেনা প্রেম", "বিদেশী বউ" ও "বাদশার বাসর রাত" পঠক সমাজে বেশ সমাদৃত হয়েছে। ছড়া, কবিতা, গল্প, নাটকের অঙ্গনেও চষে বেড়ান। সামাজিক সংগঠনে সম্পৃক্ত থাকার কারণে "প্রতিভা সমাজ কল্যাণ সমিতি" "প্রতিভা সাহিত্য সংসদ" এর সক্রিয় কর্মী এবং "সুনাম পুর অগ্রপথিক সমাজ কল্যাণ সমিতি'র" প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে তিনি জীবিকার তাগিদে প্রবাসি।

আনামিয়া এর সর্বশেষ লেখা

1 মন্তব্য