এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 18 জুন 2022 09:31

পাগল নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                পাগল 

পাগলের সুখ মনে মনে,
তার ব্যাথাও বা কে জানে।
পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়,
এই কথাটি সকলের মুখেই শোনা যায়।
পাগল সে তো কেনো হলো
কেউ কি তা জানতে চায়,
কেউ পাগল ধ্যানে জ্ঞানে
কেউ পাগল ভালবাসায়।
পাগলের কথা কে বাভে
পাগল ও যে মানুষ,
তবুও সে সমাজের বাইরে
পাগল বলেই তার দোষ।
কেন পাগল হইলো রে ভাই
মানুষটা এই ভবে,
অনেকে বলছে আবার
সে মানুষ ছিলো কবে?
কেউ জানে না ভাই তার
মনের লুকানো ব্যাথা,
সবাই শুধু ঠাট্টা করে
বলে তার সাথে কথা।
করো না কেউ আর ভাই
পাগল কে অবহেলা,
মায়া আর মমতায় মিটিয়ে দাও
তার মনের জ্বালা।            
            
1872 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 18 জুন 2022 11:03
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা

191 মন্তব্য