এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 18 জুন 2022 09:35

ইচ্ছে এখন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                ইচ্ছে এখন

ইচ্ছে ছিল তোমায় নিয়ে
সাজাবো স্বপ্নের বাসর,
ইচ্ছে ছিল তোমায় নিয়ে
বাঁধবো সুখের ঘর।

ইচ্ছে ছিল তোমায় নিয়ে
জীবন দিব পাড়ি,
ইচ্ছে ছিল তোমায় নিয়ে
বানাবো রাজ বাড়ি।

সব ইচ্ছে ইচ্ছে করে
কোথায় আছো তুমি,
আমার ইচ্ছে পূরণ হলো না
ইচ্ছেহীন আছি আমি।

তুমি তো বলেছিলে
হাত দু'টি ধরে,
প্রিয়া হয়ে আসবে তুমি
আমার ছোট্ট ঘরে।

তবে কেন চলে গেলে
রাজ প্রাসাদ পেয়ে,
সে কি তোমায় বাসবে ভালো
বেশী আমার চেয়ে!

আমি এখন ইচ্ছে করে
নেইঃনা তোমার খবর,
যে তুমি আমার ইচ্ছের
দিলে নিজেই কবর।

নিজেই তুমি সুখি হতে
আমায় করলে পর,
তাই তো আজ আছো সুখে
বাঁধলে নতুন ঘর।

আমার এখন ইচ্ছে শুধু
নিজেকে ভালো রাখা,
আমার মনে নেই আর
নতুন কোন শাখা।            
            
403 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 18 জুন 2022 11:09
শেয়ার করুন
মোতালেব হোসেন রাজন

মোতালেব হোসেন রাজন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কেশরাঙ্গা গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ ইং সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবুল কাশেম মাতা রেজিয়া বেগম। তিনি বর্তমানে সপরিবারে ঢাকা জুরাইনে বসবাস করেন।

মোতালেব হোসেন রাজন এর সর্বশেষ লেখা