এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 06 আগষ্ট 2022 23:47

ঘুমন্ত বিবেক নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ঘুমন্ত বিবেক

বিশ্ব-জুরে আজ মুসলিম দমনের
     হচ্ছে কত রকম ফঁন্দি ,
জম্মু ও কাশ্মীরের মুসলমানেরাও
     আজ হলো গৃহ-বন্ধি।

মোদির ক্ষমতার অপব্যবহার করে
      করল অধিকার হরণ,
নিঃস্ব অসহায় জম্মু, কাশ্মীর বাসী
      যেন সঙ্গী হলো মরন।

ইহুদি, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, নাস্তিক
      আজ হল সবাই এক,
যেন চোখ থাকতেও অন্ধ মুসলিম
      ঘুমন্ত যেন এ বিবেক।

মুসলমান রক্তে রক্তাক্ত আরাকান
      নদীতে ভাসে সেই দেহ,
এসব দেখেও বিশ্ববাসী থাকে চুপ
      তার খুঁজ নেয়না কেহ।

উচ্ছেদ, গনহত্যা ও লুটপাট করল
      বার্মা সূচির হায়না দল,
জীবনটাকে নিয়ে আসল পালিয়ে
      ফেলে স্বপ্ন শেষ সম্ভল।

ফিলিস্তিনেও সব অধিকার বঞ্চিত
      ঝরে কতো তাজা প্রাণ,
আর কত-দিন হবে এমন নির্যাতন
      কবে ফিরে পাবে সম্মান।

জন্ম-ভূমি পেয়েও দুগ্ধ শিশু কেন
      পায়না বাঁচার স্বাধীনতা,
নির্মম ভাবে হত্যা করেন ইসরাইল
      চুপ থাকে বিশ্ব মানবতা।

©•••••••••••©•••••••••••••©
[রচনাকালঃ ৩০/০৮/২০১৯ ইং]
কানিহারী, ত্রিশাল, ময়মনসিংহ।            
            
371 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 20 সেপ্টেম্বর 2022 07:46
শেয়ার করুন
শেখ মুহাম্মদ সোহেল রানা

শেখ মুহাম্মদ সোহেল রানা, ১৯৯৮ সালের ১৫ই জুন বৃহত্তর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী গ্রামেতে জন্মগ্রহন করেন। পিতার নাম মোঃ সাইদুর রহমান ও মাতার নাম মোছাঃ জহুরা খাতুন। তিনি প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন আহাম্মদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারপর ২০১৫ সালে আহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পাশ করেন, ২০১৭ সালে এইচ,এস,সি পাশ করেন ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে। বর্তমানে সে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চা করে থাকেন। তাহার লিখা কবিতাগুলো বাংলা সাহিত্যে বেশ প্রশংসিত হয়। সময়ের কলম, কবিতা গল্প ডট কম, বাংলা ভোর টুয়েন্টি ফোর ডট কম, মাসিক নবরঙ ও আর্ন্তজাতিক স্বাধীন বাংলা ম্যাগাজিনসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে তার লিখা কবিতা প্রকাশিত হয়েছে। তার প্রকাশ হওয়া যৌথ কাব্যগ্রন্থ সমুহঃ “হৃদয় বীণার সুর”, “প্রেম কাব্যালয়”, “কাব্যফুল”, “দীপ জ্বেলে যাই”, “ছায়াতরু”, “আলোকিত প্রভাত”, “১০১ কবির কবিতা” ইত্যাদি বেশ উল্লেখযৌগ্য।

শেখ মুহাম্মদ সোহেল রানা এর সর্বশেষ লেখা

3 মন্তব্য