এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 21 মার্চ 2015 00:37

বুঝি-নাই-কৌ আমি।

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                

তার জীবন,
তারই পিতা কলংক যুক্ত করলো.
আমি তো ভাই নয়।
ফুল দেখাইয়া,ভুল করিল.
মন নিলো মোর কাড়ি,
সকাল-বিকেল তারে দেখতে যেতাম.
যেথায় তাদের বাড়ী।
নষ্ট মুখে-মিষ্টি কথা,
এখনো সে কয়,
ক্ষণে ক্ষণে বজ্র পাতের ন্যায়.
স্মরণ কল তাদের আসিতো,
বহু রঙ্গিন স্বপ্ন মোরে দেখাতো।
বাণী তাদের মিথ্যা ছিল,
আমি বুঝার নয়।
ঠিয়া পাখি দেখিতে সুন্দর,
ধান ক্ষেতে বসলে করে ক্ষতি.
তার বাপের করুণ জীবন,
দেখিলাম যত নতি।
তৃষ্ণা হইলে তৃপ্তি মিঠায়,
হরিণ কুপে নামি.
সে কথা,সেই সময় বুঝি নাই-কৌ আমি।
অবশেষ,জাল ফেলিলাম কুপের উপর.
নিছে গিয়ে দেখি,
ছাগল চানা করে ধিন-ধিনা-ধিন,ধিন।

849 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

4 মন্তব্য