এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 21 মার্চ 2015 13:47

খেলাঘর(৫টি তানকা)

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                

নিরব নদী
শান্ত আঁচলপুরী,
ঘুমায় সুখে।
তোমার চোখে আমি
আমার আমি হারা।


ঐ যে তারার
নীল পতাকা- চোখ;
সে কি তোমার
উজার করা ভাষা!
সে কি আমার তুমি!


ভাষার ছবি
আশার চোখে ভাসে,
অনেক দুরে------
তবুও যেন কাছে,
এ দু:খ, নাকি সুখ?


তোমার ছায়া
ফসল ভরা মাঠ।
কাছেই আছো
তবু শুন্য বুক,
ঐতো পাখির বাসা।


আকাশ জাগে,
সাগর জলে তরী।
দু'পারে চাঁদ
নাচে ঢেউ খেলায়
সময় থেমে যায়।

ঢাকার পথে, লঞ্চে, সঃ১২-৫০মি
১৩০৩১৫
773 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 22 নভেম্বর 2020 08:02
শেয়ার করুন
কে এম আলাউদ্দীন

কে এম আলাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর গ্রামে পহেলা মে ১৯৫৩ ইং সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল হামিদ মিয়া, মাতা মরহুমা রাবেয়া খাতুন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সকলের বড় । শৈশবকাল হইতেই তিনি লেখা প্রতি ঝোঁক ছিল। তিনি বরিশাল এপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হতে ডি.এইস.এম.এস. ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ৫০ সহস্রতমিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা করে আসছেন। সদা হাস্যোজ্জল ব্যক্তি তিনি। আলোর মুখোমুখি নামে তার একটি কবিতার বই ১৯৮৫ সনে প্রকাশিত হয়েছিল। বর্তমানেও তিনি নিয়মিত ভাবে লিখে চলেছেন, সাহিত্যের একজন সেবক হিসেবে এখনও তিনি সক্রিয়। তিনি বর্তমানে ৭৭৫, সদর রোড, শাকুর ম্যানসন (ক্যাপ্টেন নজিব উদ্দিন ক্লিনিক সংলগ্ন) বরিশাল শহরে বসবাস করছেন।

কে এম আলাউদ্দীন এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

1 মন্তব্য