এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 06 জুলাই 2023 09:38

জীবন পদ্ম নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                জীবন পদ্ম

জলেই তার বাস
তবুও কারণ অজানা,
বৃষ্টিও জেনে গেছে
সব পাতা ভেজে না।

পাঁকেই জন্ম তার
তবুও জাতীয় ফুল,
কর্মই এনেছে জয়
পরাজিত জাত কুল।

যতই গভীরে থাক
প্রত্যয়,আাঁকা ঠোঁটে, 
ডুবজলে অনেকটা পথ
তবুও একদিন ফোটে।

পাপড়ির দিন শেষ
মধুকর পাল্টেছে পথ,
বুকের গভীরে পোঁতা আশা
আগামীর ভবিষ্যত।

মৃনাল মাপে জল
লিখে রাখে আন্দোলন, 
সেও বুঝে গেছে 
সৌন্দর্যের নীচে কণ্টক জীবন। 

জলেই পেতেছে শয্যা
তবুও ভেজেনি বুক,
সবটা ডুবেছে তোমার জন্য
বাঁচিয়ে রেখেছে সুখ।            
            
379 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 23 জুলাই 2023 21:12
শেয়ার করুন
রমাকান্ত পাঁজা

রমাকান্ত পাঁজা, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নবস্থা গ্রামের বাসিন্দা। পিতা জগন্নাথ পাঁজা ও মাতা বাসন্তী পাঁজা। ১৯৭৪ সালে ১৭ ই নভেম্বর নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম। গ্রামের স্কুলে পাঠ শেষে কারিগরি ঞ্জানের জন্য শহরে গমন। বর্তমানে গৃহশিক্ষকতার কাজে নিযুক্ত।

রমাকান্ত পাঁজা এর সর্বশেষ লেখা