এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 22 মার্চ 2015 11:13

সাম্য মোদের স্বাধীনতা।

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                কাম্য নহে মোদের পরাধীনতা.
সাম্য মোদের স্বাধীনতা।

মুক্তি চাই,শান্তিতে বাচঁতে দাও।
সাহসী বীর সৈনিকেরা,
ভাঙ্গিলো শত্রুর বন্দী কারা.
সে জাতি মোরা,যুদ্ধে গড়া।

একবার দিয়েছি লাখো প্রাণ,
হায়েনা বজ্র গুলি মারলো বুকে.
ঝরছে রক্ত,রেখেছে মান।
বাংলার মায়ের সন্তান।

ক্ষমতার লোভে পড়ে,
মানুষ মারে,
অবুঝ শিশুর চোখের পানি ঝরে।
একি ফেলাম মোরা,
দেশ স্বাধীন করে।

চাইনি এমন সোনার দেশ.
পথের ধাঁরে দেখতে লাশ,
নিরহ মানুষ মরিবে কেন?
মারছে কে?কেউ জানে না।
এমন কেন হল?

ভাঙ্গিব না শপথ মোরা,
আপন মন,আপন কর্ম.
নিজে যুদ্ধ করে রক্ষা করি।
ভুল মোদের একটাই,
পর গোলামী,পর পরিচয়ে জীবন গড়ি।
এ-সব ছাড়তে হবে।
767 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

নুরুন্নবী জামশেদ এর সর্বশেষ লেখা

4 মন্তব্য